কয়লার ব্লক বন্টনে ভুলের কথা স্বীকার করল কেন্দ্র সরকার

কয়লার ব্লক বন্টনে ভুলের কথা স্বীকার করল কেন্দ্র সরকার

কয়লার ব্লক বন্টনে ভুলের কথা স্বীকার করল কেন্দ্র সরকারকয়লার ব্লক বণ্টনের ক্ষেত্রে ভুলত্রুটি হয়েছিল। স্বীকার করে নিল কেন্দ্রীয় সরকার। আজ সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল বলেন, কয়লার ব্লক বণ্টনের ক্ষেত্রে ভুলত্রুটি হয়েছিল। আরও ভালভাবে বণ্টন করা যেত। অ্যাটর্নি জেনারেলের দাবি, সততার সঙ্গে ব্লক বণ্টনের চেষ্টা করেছিল কেন্দ্র। কিন্তু পরে দেখা যায়, বিলি ব্যবস্থায় ভুলত্রুটি থেকে গেছে। অ্যাটর্নি জেনারেলের এই মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিজেপি।

কয়লা কেলেঙ্কারিতে তারা ফের প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি করেছে। গতকাল কয়লা উত্তোলনকারী সংস্থাগুলিকে কড়া বার্তা দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়ে দেয়, কেন্দ্রের ছাড়পত্র না নিয়ে যেসব সংস্থা বরাত পেয়েছে তাদের আইন কোনওভাবে সাহায্য করবে না। প্রচুর টাকা লগ্নি করলেই লাইসেন্স বাতিল ঠেকানো যাবে না বলেও মন্তব্য করে শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে কয়লার ব্লক বণ্টন ব্যবস্থায় কেন্দ্রের ভুল স্বীকার গোটা বিষয়টিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।

First Published: Thursday, January 9, 2014, 19:18


comments powered by Disqus