কোল-গেট: দুই পিএমও আধিকারিকের জবানবন্দী রেকর্ড করল সিবিআই

কোল-গেট: দুই পিএমও আধিকারিকের জবানবন্দী রেকর্ড করল সিবিআই

কোল-গেট: দুই পিএমও আধিকারিকের জবানবন্দী রেকর্ড করল সিবিআই কোল-গেট কেলেঙ্কারি নিয়ে সিবিআইয়ের জেরারা মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী দফতরের দুই আধিকারিক। তাঁদের জবানবন্দী রেকর্ড করাও হয়।

গত সপ্তাহে কোল কেলেঙ্কারি নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় কয়লামন্ত্রী এইচ সি গুপ্তা সিবিআইয়ের জেরার সম্মুখীন হন।

এর আগে কেন্দ্রীয় সরকার সিবিআইকে এইচ সি গুপ্তাকে জেরা না করার অনুরোধ করেছিল। ২০০৬-২০০৯ ০ব্ধি কয়লা মন্ত্রকের দায়িত্বে ছিলেন এইচ সি গুপ্তা। এবং এই সময় কাল মূলত কোল কেলেঙ্কারি নিয়ে সিবিআইয়ের স্ক্যানারের তলায়। তাই কেন্দ্রীয় সরকারের আনুরোধ খারিজ করে দেয় সিবিআই।

First Published: Tuesday, June 18, 2013, 17:20


comments powered by Disqus