Last Updated: May 22, 2013 20:52

কান ফিল্ম ফেস্টিভ্যালে বাসি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন তারকারা। কানে ভারতীয় চলচ্চিত্রর ১০০ বছর উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিশেষ নৈশভোজের। সেখানেই ঠান্ডা, বাসি খাবার দেওয়া হয় অতিথিদের। আর তারপর থেকেই পেটের সমস্যায় ভুগছেন অধিকাংশ অতিথি।
নৈশভোজে অধিকাংশ অতিথিই ছিলেন নিরামিষাশী। শুরু থেকেই খামতি ছিল ব্যবস্থাপনায়। বহুক্ষণ অপেক্ষা করে শেষপর্যন্ত খাবারের মুখ দেখলেও শেষপাতে মিষ্টিমুখ হয়নি অতিথিদের। জুটেছে শুধু ঠান্ডা সিঙারা, শক্ত পুরী, সামান্য ডাল মাখানি ও বাসি পালং পনির। আর এই খেয়েই আপাতত পেটের সমস্যায় কাহিল তারকারা!
First Published: Wednesday, May 22, 2013, 20:52