Last Updated: January 7, 2012 11:05

মেঘলা আকাশ। মাঝে মাঝে বৃষ্টি। তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। দক্ষিণে পশ্চিমি ঝঞ্ঝার দাপটে অধরা শীত।
উত্তরে কিন্তু দাপটের সঙ্গেই রাজ করছে ঠান্ডা। হাড়কাঁপানো শীতে কাবু গোটা উত্তর ভারত। চলছে শৈত্য প্রবাহ। হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরে নতুন করে তুষারপাত শুরু হওয়ায় হু-হু করে নামছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের তাপমাত্রা। কনকনে ঠান্ডার সঙ্গে পাল্লা দিচ্ছে ঘন কুয়াশা। অমৃতসরে শুক্রবার রাতে শিলাবৃষ্টি হয়েছে।

শুধু কনকনে ঠান্ডাই নয়। দিল্লিতে প্রবল শীতের সঙ্গে চলছে অবিরাম বৃষ্টি। বৃষ্টির জেরে বিপর্যস্ত রাজধানীর স্বাভাবিক জনজীবন। সর্বোচ্চ তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে।
অন্যদিকে, তুষারের চাদর থেকে এখনও পর্যন্ত একদিনের জন্যও মুখ বের করতে পারেনি কাশ্মীর উপত্যকা। রাজধানীশ্রীনগর-সহ ভূস্বর্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রাই হিমাঙ্কের নীচে।
First Published: Saturday, January 7, 2012, 11:05