Last Updated: April 10, 2014 22:01
কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে টাঙানো হয়েছে তৃণমূল নেত্রীর বিশাল কাটআউট। সঙ্গে লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীদের জয়ী করার স্লোগান। সৌজন্যে তৃণমূল কংগ্রেসের শিক্ষাকর্মী সংগঠন। কিন্তু এভাবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি ভোটপ্রচার কি নির্বাচনী বিধিভঙ্গ নয়? এই প্রশ্নের স্পষ্ট উত্তর অবশ্য মেলেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারভাঙা বিল্ডিং। বিল্ডিংয়ের গায়ে ঝোলানো হয়েছে তৃণমূল নেত্রীর বিশাল কাট আউট। লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীদের জয়ী করার জন্য আবেদন জানানো হয়েছে। কাট আউটটি টাঙানো হয়েছে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় চত্বরেই চলছে ভোটের প্রচার।
কোনও সরকারি প্রতিষ্ঠানে এভাবে রাজনৈতিক দলের কাটআউট টাঙানো যায়না। এটাই নির্বাচন কমিশনের নির্দেশ। তাহলে কীভাবে বিশ্ববিদ্যালয় চত্বরে টাঙানো রয়েছে মুখ্যমন্ত্রীর কাটআউট। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের উত্তর যেন দায়সারা। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নির্দেশ না মানার একাধিক অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এবার সেই ছবি খোদ কলকাতা বিশ্ববিদ্যালয়েও।
First Published: Thursday, April 10, 2014, 22:01