Last Updated: March 26, 2013 08:38

কমিশনের চিঠির পরও পঞ্চায়েত নির্বাচন নিয়ে নিজেদের অবস্থানে অনড় তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রে খবর, দলের শীর্ষ নেতাদের মধ্যে এই বিষয়ে মত পার্থক্য থাকলেও দুদিনে নির্বাচন করা থেকে সরে আসতে রাজি নন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের চিঠির পর আইনি দিকগুলি খতিয়ে দেখতে দায়িত্ব দেওয়া হয়েছে মুকুল রায়কে। কয়েকজন আইনজীবীর পরামর্শও নিয়েছেন তিনি।
রাজনৈতিক দলগুলির মধ্যে নয়। পঞ্চায়েতের লড়াই এখন রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে। রাজ্যের একতরফা ভাবে দিন ঘোষণার পর তা পুর্নবিবেচনার জন্য চিঠি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সেই চিঠির পরও নিজেদের অবস্থানে অনড় তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রের খবর, কমিশনের সঙ্গে রাজ্যের এই সংঘাত নিয়ে দলেরই প্রথম সারির নেতাদের মধ্যে মত পার্থক্য রয়েছে। তারপরও দুদিনে নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে আসতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের চিঠির পর রাজ্য সরকারের কী পদক্ষেপ হবে বা কমিশনই বা কী পদক্ষেপ নিতে পারে, এব্যাপারে আইনগত ও সাংবিধানিক দিকগুলি খতিয়ে দেখার জন্য মুকুল রায়কে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েকজন আইনজীবীর পরামর্শও নিয়েছেন বলে সূত্রের খবর। অন্যদিকে পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে রাজ্যের পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী।
First Published: Tuesday, March 26, 2013, 08:38