গার্ডেনরিচে জওয়ানের গুলিতে খুন সিআইএসএফ ইন্সপেক্টর

গার্ডেনরিচে জওয়ানের গুলিতে খুন সিআইএসএফ ইন্সপেক্টর

গার্ডেনরিচে জওয়ানের গুলিতে খুন সিআইএসএফ ইন্সপেক্টরগার্ডেনরিচের সিআইএসএফ ক্যাম্পের মধ্যে জওয়ানের গুলিতে খুন হলেন ইন্সপেক্টর। নিহত সিআইএসএফ ইন্সপেক্টরের নাম গুরুপদ শীট। রাত দেড়টা নাগাদ তাঁকে নিজের সার্ভিস রাইফেল থকে গুলি করে খুন করেন জওয়ান নীলকান্ত বেহরা। ক্যাম্পে কোম্পানী কমান্ডারের ঘরে ঢুকে গুলি করেন জওয়ান। এরপর নিজের সহকর্মীদের কাছে আত্মসমর্পণ করেন নীলকান্ত। পশ্চিম বন্দর থানায় বিষয়টি জানানো হয়।  

রাতেই নীলকান্ত বেহরাকে গ্রেফতার করে পুলিস। গতকাল সন্ধ্যে ক্যাম্পের মধ্যে রুটিন মাফিক কাউন্টিং চলছিল। জওয়ানদের রোল কলের সময় মোবাইল ফোন বেজে ওঠে নীলকান্তর। ফোনে কথা বলতে ঘর থেকে বেরিয়ে যান তিনি। ফিরে এলে তাঁকে তীব্র ভর্ত্‍সনা করেন কোম্পানী কমান্ডার। সেই রাগেই রাতে কোম্পানী কমান্ডারকে খুন করেছেন বলে প্রাথমিক জেরায় নীলকান্ত পুলিসকে জানিয়েছেন বলে পুলিসের দাবি। 

তবে এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত জওয়ান ওড়িশার বাসিন্দা। নিহত গুরুপদ শীটের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমায়। ধৃত জওয়ানকে আগামিকাল আদালতে তোলা হবে।





First Published: Sunday, October 20, 2013, 14:16


comments powered by Disqus