Last Updated: December 18, 2011 17:30

ফের সরকারি হাসপাতালের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলল একটি পরিবার। গতকাল রাতে মেডিক্যাল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ এক মদ্যপ সাফাই কর্মী শিশুটির অক্সিজেন মাস্ক খুলে নেন। বউবাজার থানায় অভিযোগ জানাতে যান পরিবারের লোকজন। সেখানে অভিযোগ না নিয়ে তাঁদের ভয় দেখানো হয় বলে জানিয়েছেন পরিবারের লোকজন।
First Published: Sunday, December 18, 2011, 19:19