তোলা দিতে অস্বীকার, থানায় তুলে মারধরের অভিযোগ পুলিসের বিরুদ্ধে

তোলা দিতে অস্বীকার, থানায় তুলে মারধরের অভিযোগ পুলিসের বিরুদ্ধে

তোলা দিতে অস্বীকার, থানায় তুলে মারধরের অভিযোগ পুলিসের বিরুদ্ধেতোলা দিতে অস্বীকার করায় থানায় তুলে নিয়ে গিয়ে মারধর ও গ্রেফতারের অভিযোগ উঠলো পুলিসের বিরুদ্ধে। রবিবার রাতে এঘটনা ঘটে ইএম বাইপাস ও পাটুলির সংযোগস্থলে। তবে পুলিসের পাল্টা দাবি, দুই পুলিস কর্মীকে মারধর করার কারণেই ওই ছজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার রাত সাড়ে এগারোটা। ট্যাক্সিতে বাড়ি ফিরছিলেন সোনারপুরের বাসিন্দা পাঁচ যুবক। অভিযোগ, বাইপাস-পাটুলির সংযোগস্থলে তাঁদের গাড়ি আটকে পনেরো হাজার টাকা দাবি করে পুলিস। টাকা দিতে অস্বীকার করায় ট্যাক্সি চালক সহ ওই পাঁচ যুবককে থানায় তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয়। এরপরই গ্রেফতার করা হয় ওই ছজনকে । ধৃতদের মুক্তির দাবিতে সোমবার পাটুলি থানায় বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা।

পুলিসের বক্তব্য, ওই পাঁচ যুবক মদ্যপ অবস্থায় ছিল। পাটুলি সংযোগস্থলে ট্যাক্সি আটকানো হলে পুলিসের ওপর চড়াও হয় ওই যুবকেরা। এরপরই পাটুলি থানা থেকে বিশাল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিস কর্মীদের উদ্ধার করে। ট্যাক্সি চালক সহ পাঁচ যুবককে গ্রেফতার করা হয়। ধৃতেরা সকলেই সোনারপুরের বাসিন্দা।

First Published: Monday, March 31, 2014, 21:55


comments powered by Disqus