আরাবুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিলেন নিগৃহীতা অধ্যাপিকা

আরাবুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিলেন নিগৃহীতা অধ্যাপিকা

আরাবুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিলেন নিগৃহীতা অধ্যাপিকাঅবশেষে তৃণমূল নেতা ও ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন নিগৃহীতা অধ্যাপিকা। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার পুলিস সুপারের কাছে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন অধ্যাপিকা দেবযানী দে।

বুধবার ভাঙড় কলেজে তৃণমূল নেতা তথা ওই কলেজের পরিচালন কমিটির সভাপতি আরাবুল ইসলামের হাতে আক্রান্ত হয়েছিলেন অধ্যাপিকা দেবযানী দে। অভিযোগ, দেবযানী দেবীকে জলের বোতল ছুঁড়ে মারেন ওই প্রক্তন বিধায়ক। এতে আহত হন অধ্যাপিকা। ঘটনা প্রকাশিত হলে সব মহলে নিন্দার ঝড় উঠলেও আরাবুলের পাশেই দাঁড়ায় তৃণমূল। রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য সুব্রত মুখোপাধ্যায় শুক্রবার সাংবাদিক সম্মেলনে বলেন, "কথা কাটাকাটি হয়েছে বটে। কিন্তু নিগ্রহের ঘটনা ঘটেনি।" তাঁর বক্তব্যের স্বপক্ষে যুক্তি সাজাতে গিয়ে সুব্রতবাবু বলেন, "নিগ্রহের ঘটনাই যদি ঘটে থাকবে, তাহলে ওই শিক্ষিকা এখনও পুলিসে অভিযোগ দায়ের করেননি কেন?" ঘটনার প্রায় তিন দিন পর অবশেষে অভিযোগ দায়ের করলেন নিগ্রীহিত শিক্ষিকা। অভিযোগপত্রের প্রাপ্তিস্বীকার করেছে জেলা পুলিস।





First Published: Saturday, April 28, 2012, 09:43


comments powered by Disqus