ভুল করতে নারাজ ইস্টবেঙ্গল

ভুল করতে নারাজ ইস্টবেঙ্গল

ভুল করতে নারাজ ইস্টবেঙ্গলফেডারেশন কাপ হাতছাড়া হয়েছে। মরসুমে দ্বিতীয়বার টুর্নামেন্টের ফাইনালে উঠে আর কোনও ভুল করতে নারাজ ইস্টবেঙ্গল। সুপার কাপের পর শিল্ড জিতে ইস্টবেঙ্গলে তাঁর দ্বিতীয় মরসুম ভালভাবে শেষ করতে চাইছেন মরগ্যান। শিল্ডের প্রথম ম্যাচের পর চোট সমস্যায় জর্জরিত হলেও, ফাইনাল ল্যাপের আগে মেহতাব ছাড়া বাকি সবাই মোটামুটি ফিট। খাবরা এবং সুশান্ত ম্যাথু য়দি শুক্রবার ম্যাচের আগে চোটমুক্ত হন, তবে প্রথম একাদশে ঢোকার সম্ভাবনা প্রবল খাবরার। বরাবরের শক্ত গাঁট প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামার আগে বেশ সতর্ক মরগ্যান। শুধুমাত্র ইয়াকুবুই নন,ভিনসেন্ট-জোসিমার জুটিকেও সমান গুরুত্ব দিচ্ছেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ।
  
ইস্টবেঙ্গল জার্সিতে প্রথমবার কোনও টুর্নামেন্টের ফাইনালে নেতৃত্ব দিতে চলেছেন সঞ্জু। তাঁর দাবি,প্রয়াগ ইউনাইটেডের আপফ্রন্ট সবচেয়ে বেশি শক্তিশালী। এদিকে, ফাইনাল ম্যাচ শুরুর আগে যুবভারতীতে টোলগে-রবিনদের তাতানোর জন্য ইস্টবেঙ্গলের ড্রেসিংরুমে থাকবেন মনোবিদ সৌমিত্র চ্যাটার্জি।

First Published: Thursday, March 15, 2012, 21:34


comments powered by Disqus