Last Updated: September 9, 2012 18:23

টিভির রিমোট চালানো নিয়ে বিবাদ, আর তার জেরে এক তৃণমূল কর্মীর হাতে আরেক তৃণমূল কর্মী খুন হওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে রাজারহাটের লাঙলপোতা গ্রামে । শনিবার রাত ৯ টা নাগাদ বাসস্ট্যান্ডে তৃণমূল কার্যালয়ের সামনে বসে টিভি দেখছিলেন সাবির আলি। সঙ্গে ছিলেন রজ্জাক মোল্লা।
সাবির এবং রজ্জাক দুজনেই তৃণমূল কংগ্রেস কর্মী। টিভি দেখার সময় রিমোট চালানো নিয়ে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই রজ্জাক কোদালের বাঁট দিয়ে সাবিরের মাথায় আঘাত করে। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসতেই রজ্জাক এলাকা থেকে চম্পট দেয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাবির আলিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। রজ্জাকের সন্ধানে তল্লাসি চালাচ্ছে পুলিস।
First Published: Sunday, September 9, 2012, 18:23