Last Updated: November 16, 2013 22:16
কংগ্রেস তৃণমূল জোট ভেঙে গেল আসানসোল পুরসভায়। আজ প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য দলীয় কাউন্সিলরদের জোট ভাঙার নির্দেশ দেন।
পঞ্চাশ আসনের আসানসোল পুরসভায় এতদিন কংগ্রেস তৃণমূলের জোট ছিল। পুরসভার মেয়র তৃণমূল কংগ্রেসের ও ডেপুটি মেয়র কংগ্রেসের। পুরসভার ডেপুটি মেয়র অমর চট্টোপাধ্যায় জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে তারা সমর্থন প্রত্যাহার করছেন। এই মুহুর্তে আসানসোল পুরসভায় একুশটি আসন তৃণমূলের দখলে, কংগ্রেসের দশটি আর বামফ্রন্টের দখলে ১৬টি আসন। তিনটি আসনের উপনির্বাচন হবে। যদি ওই তিনটি আসনে তৃণমূল যেতে তবুও একক সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূলের দখলে থাকছেনা আসানসোল পুরসভা।
First Published: Saturday, November 16, 2013, 22:16