Last Updated: January 4, 2012 11:50

মহাকরণ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মেট্রোচ্যানেলে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রীতিমতো তোপ দাগল জোট শরিক কংগ্রেস। সরাসরি তৃণমূলকে সিপিআইএমের বি টিম বলেও কটাক্ষ করছেন প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা। একইসঙ্গে তাদের অভিযোগ, মানুষের সমস্যা সমাধানে সরকার পুরোপুরি ব্যর্থ। কৃষক আত্মহত্যা এবং কৃষি পণ্যের সহায়ক মূল্য না পাওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিল কংগ্রেস। আর এই মঞ্চ থেকেই চড়া সুরে আক্রমণ তৃণমূলের বিরুদ্ধে। শুধু কংগ্রেসের নেতারাই নয়, প্রতিবাদে সামিল হয়েছেন রাজ্য সরকারের মন্ত্রীরাও।
দীপা দাশমুন্সি অভিযোগ করেন, এফডিআই থেকে লোকপাল বিল, বিভিন্ন ইস্যুতে বিজেপি ও সিপিআইএম-এর সঙ্গে হাত মিলিয়ে কেন্দ্রকে বিপাকে ফেলেছে তৃণমূল। এই প্রসঙ্গেই তৃণমূলকে সিপিআইএম-এর বি টিম বলে তোপ দাগেন কংগ্রেস সাংসদ।
First Published: Wednesday, January 4, 2012, 18:57