হিসেব কষে লোকসভা নির্বাচনে বিহারে লালুর সঙ্গে জোট বাঁধছে কংগ্রেস

হিসেব কষে লোকসভা নির্বাচনে বিহারে লালুর সঙ্গে জোট বাঁধছে কংগ্রেস

হিসেব কষে লোকসভা নির্বাচনে বিহারে লালুর সঙ্গে জোট বাঁধছে কংগ্রেস বিহারে ২০০৯ সালের লোকসভা ভোটের নির্বাচনী কৌশল বদল করলেন রাহুল গান্ধী। এককভাবে নয়, ২০১৪ সালের লোকসভা ভোটে বিহারে লালুপ্রসাদের সঙ্গে জোট বেঁধে লড়বে কংগ্রেস। আজ এ নিয়ে দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন লালুপ্রসাদ। ওই বৈঠকেই জোটের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। লোক জনশক্তি পার্টিও এই জোটে সামিল হবে বলে জানিয়েছেন রামবিলাস পাসোয়ান।

পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত লালুপ্রসাদ সম্প্রতি জামিনে ছাড়া পাওয়ার পরই বিহার থেকে বিজেপিকে উত্‍খাত করার আওয়াজ তোলেন। বিহারে লোকসভার মোট আসন ৪০। বর্তমান লোকসভায় রাষ্ট্রীয় জনতা দলের ৪ জন এবং কংগ্রেসের ২ জন সাংসদ রয়েছেন। ২০০৪ সালের লোকসভা ভোটে কংগ্রেস-লালুপ্রসাদ জোট বিহারে খুবই ভাল ফল করে। কিন্তু ২০০৯ সালে বিহারে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস হাইকমান্ড। নির্বাচনের পর কংগ্রেসের আসন সংখ্যা নেমে আসে দুইয়ে।

First Published: Monday, January 27, 2014, 23:51


comments powered by Disqus