Last Updated: September 19, 2012 18:06

শুক্রবার পর্যন্ত অপেক্ষা না করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়া শুরু করে দিল কংগ্রেস। সোনিয়া গান্ধীর সঙ্গে কথার পর কংগ্রেসের মন্ত্রীদের রাজ্যমন্ত্রিসভার বৈঠকে যোগ না দেওয়ার নির্দেশ দিলেন শাকিল আহমেদ।
আর তারপরই রাজ্য মন্ত্রিসভার বৈঠক বয়কট করলেন কংগ্রেসের মন্ত্রীরা। গতকালই টাউনহলের বৈঠকের পর কেন্দ্রীয় সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তৃণমূলের মন্ত্রীরা শুক্রবারের পর পদত্যাগ করবেন বলে দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর আগে তৃণমূলের দাবি ফের একবার বিবেচনার করার সুযোগ ছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সামনে। কিন্তু তারপর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কংগ্রেসের না যাওয়াকে তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল।
First Published: Wednesday, September 19, 2012, 18:06