Last Updated: February 11, 2014 16:52

লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে আসন রফা চূড়ান্ত করল শরদ পাওয়ারের এনসিপি। মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে কংগ্রেস লড়বে ২৬টি আসনে। জোটের হয়ে বাকি ২২টিতে প্রার্থী দেবে এনসিপি।
জানুয়ারির মাঝামাঝি নরেন্দ্র মোদীর সঙ্গে শরদ পাওয়ারের বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। তবে সব জল্পনায় আপাতত ইতি টেনে কংগ্রেসের সঙ্গে জোটে থাকার বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এনসিপি নেতৃত্ব। গত লোকসভা ভোটে কংগ্রেস-এনসিপি জোট মহারাষ্ট্রে ২৫টি আসনে জিতেছিল।
First Published: Tuesday, February 11, 2014, 16:52