Last Updated: July 1, 2013 11:37

খারাপ আবহাওয়ার জন্য ফের ব্যাহত উত্তরাখণ্ডের উদ্ধারকার্য। এখনও নিখোঁজ ৩,০০০ মানুষ। আটক ১,৫০০জন। এর মধ্যেই ফের শুরু হয়ে গেল বিজেপি-কংগ্রেস তরজা। তবে এবারের মাধ্যম টুইটার।
বিজেপি নেত্রী সুষমা স্বরাজ টুইট করে জানিয়েছেন উত্তরাখণ্ডের কংগ্রেস রাজ্য সরকার এই পরিস্থিতিতে নিজেদের দায়িত্ব ঠিক ভাবে পালন করতে অসমর্থ হয়েছে। তাই তাদের আর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই।
রাজ্যের সঙ্গে সঙ্গে টুইটারে কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছেন লোকসভায় বিরোধী দলনেত্রী।
কেন্দ্রীয়মন্ত্রী ও কংগ্রেস নেতা মণীষ তিওয়ারির বিস্ফোরক টুইটের পরেই টুইটারি জবাব ফিরিয়ে দিয়েছেন সুষমা স্বরাজ।
মণীশ তিওয়ারি তাঁর টুইট করে জানিয়েছিলেন ``লোকসভা বা রাজ্যসভার বিরোধী নেতা নেত্রীদের কেউ কি উত্তরাখণ্ডের দুর্গতদের পাশে গিয়ে দাঁড়াতে দেখেছেন? এই দলের নেতারাই আবার কংগ্রেসের সমালোচনা করে।``
First Published: Monday, July 1, 2013, 11:37