Congress candidate pracher

কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচার বাতিল

গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে নির্বাচনী প্রচার বাতিল করতে হল জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী অভিজিত মুখোপাধ্যায়কে। আজ সকালে সন্দেশপুরে রোড শো করছিলেন কংগ্রেস প্রার্থী। সেসময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা।

তাঁদের অভিযোগ, দীর্ঘদিন এলাকার কোনও উন্নয়নই করেননি সাংসদ। রোড শো চলাকালীন প্রার্থীর ট্যাবলোর সামনে এসে পড়েন এক ভ্যান রিক্সা চালক। অভিজিতবাবুর নিরাপত্তারক্ষীরা তাঁকে মারধর করলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। শেষপর্যন্ত প্রচার কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেন অভিজিত মুখোপাধ্যায়।

First Published: Tuesday, April 15, 2014, 20:02


comments powered by Disqus