Last Updated: August 28, 2013 16:21

লোকসভা নির্বাচনে একক শক্তিতে লড়ার সিদ্ধান্ত ঘোষণা করল প্রদেশ কংগ্রেস। তৃণমূলের সঙ্গে কোনওভাবেই যে জোটে যেতে তাঁরা রাজি নন তা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে জানিয়ে দিলেন প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য। রাজ্যে ও কেন্দ্রে একসময়ের শরিকের উদ্দেশ্যে প্রদীপের হুঙ্কার, "তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি থাকবে।"
এক পা এগিয়ে মন্তব্য করেছেন মানস ভুঁইয়া, "মুখ্যমন্ত্রী প্রচার চালাচ্ছেন কংগ্রেস দেশ বিক্রি করে দিচ্ছে। অথচ গণতন্ত্রের কণ্ঠরোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।" তাঁর আরও অভিযোগ বল খাটিয়ে পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। তবে পঞ্চায়েত ভোটের ফলে প্রদেশ কংগ্রেসের ভবিষ্যতে কোনও `শঙ্কার` কারণ হবে না বলে মন্তব্য করেছেন প্রদীপ বাবুও।
ইটাহারের কলেজে অধ্যক্ষ নিগ্রহের ঘটনার সমালোচনা করে মানস ভুঁইঞা বলেন, "তৃণমূল জমানায় কলঙ্কিত শিক্ষাক্ষেত্র। দুমড়ে মুচড়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা।" শিক্ষক-শিক্ষিকা আক্রান্ত হওয়ার ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে বলে অভিযোগ করেছেন তিনি। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা অরুণাভ মিশ্র বলেন, "শিক্ষা ব্যবস্থা নষ্ঠ হচ্ছে। টকলি ধরা পড়ায় কলেজে তাণ্ডব চালানো হয়েছে। ঘটনায় জড়িত ছিলেন তৃণমূলে নেতার স্ত্রী।" শাসক দলের এই `অরাজকতার` বিরুদ্ধে লড়াই করার নির্দেশ এসেছে কংগ্রেস নেতৃত্বের তরফে।
First Published: Wednesday, August 28, 2013, 16:21