Congress expels six MPs for anti-Telangana protests in Parliament: 10 developments

কংগ্রেসের কড়া দাওয়াই, অন্ধ্রের ছয় সাংসদকে নির্বাসিত করল দল

Tag:  congress MP telangana
কংগ্রেসের কড়া দাওয়াই, অন্ধ্রের ছয় সাংসদকে নির্বাসিত করল দলতেলেঙ্গানা ইস্যুতে সংসদে গণ্ডগোল ছড়ানোয় অন্ধ্রপ্রদেশের ৬ সাংসদকে শাস্তি দিল কংগ্রেস। নির্বাসিত করা হয়েছে অন্ধ্রের ওই ছয় সাংসদকে। তেলেঙ্গানা নিয়ে সংসদে আলোচনা ও ভোটা ভুটি থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে দল। সূত্রের খবর বিজেপিকে বার্তা দিতেই এই পদক্ষেপ নিল কংগ্রেস। তেলেঙ্গনা বিল সংসদে এলে অধিবেশন বানচাল করার হুমকি দিয়েছে বিরোধীরা।

শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে সংসদে তেলেঙ্গানা বিল আনছে না। অন্যদিকে তেলেঙ্গানা নিয়ে আজও শোরগোল পড়ে যায় অধিবেশনে। তেলেঙ্গানা বিল নিয়ে আলোচনার জন্য সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

পৃথক রাজ্য গঠনের মধ্যে একাধিক আর্থিক ইস্যু থাকায় সংসদিয় বিধি অনুযায়ী তেলেঙ্গানা বিলটি প্রথম লোকসভায় আসার কথা। সরকার পক্ষ মনে করছে বুধবার প্রধানমন্ত্রীর তরফে দেওয়া নৈশ ভোজের আসরে তারা বিরোধীদের ঐকমত্য পেতে সমর্থ হবে।



First Published: Tuesday, February 11, 2014, 16:00


comments powered by Disqus