রোহিত শেখর তাঁরই ছেলে, সর্বসমক্ষে স্বীকার নারায়ণ তিওয়ারির

রোহিত শেখর তাঁরই ছেলে, সর্বসমক্ষে স্বীকার নারায়ণ তিওয়ারির

রোহিত শেখর তাঁরই ছেলে, সর্বসমক্ষে স্বীকার নারায়ণ তিওয়ারিররোহিত শেখর তাঁরই ছেলে। সর্বসমক্ষে একথা স্বীকার করে নিলেন প্রবীণ কংগ্রেস নেতা নারায়ণ দত্ত তিওয়ারি। ২০০৮ সালে নিজেকে তিওয়ারির ছেলে হিসেবে দাবি করে, আদালতের দ্বারস্থ হয়েছিলেন রোহিত শেখর। কিন্তু রোহিত ও তাঁর মা উজ্জ্বলাকে স্বীকৃতি দিতে রাজি হননি তিওয়ারি।

এরপর দুপক্ষের দীর্ঘ আইনি লড়াইয়ের পর, ডিএনএ রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় প্রবীণ কংগ্রেস নেতাই রোহিতের বাবা। যদিও এ নিয়ে চূড়ান্ত রায় স্থগিত রেখেছিল আদালত। আদালতের বাইরে সমাধানসূত্র খুঁজে বের করতে গত আঠাশে ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিওয়ারি। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপরেই রোহিত শেখর ও উজ্জ্বলা শর্মার সঙ্গে একান্ত আলোচনার পর পিতৃত্ব স্বীকার করে নেন এনডি তিওয়ারি।

First Published: Monday, March 3, 2014, 14:18


comments powered by Disqus