Last Updated: December 16, 2013 19:10

আর দেরি না করে, নরেন্দ্র মোদীর হাওয়া ঠেকাতে এবার রাহুল গান্ধীর নাম ঘোষণা করতে চলেছে কংগ্রেস। তাঁর নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়লেও, রাহুলকে সম্ভবত প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করতে চলেছে কংগ্রেস। ১৭ জানুয়ারি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে এ আই সি সি। এই বৈঠকেই রাহুলের নামে সিলমোহর পড়তে পারে। চার রাজ্যের বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। হারের কারণ নিয়ে দলের মধ্যে শুরু হয়েছে দোষারোপের পালা।
রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। লোকসভা ভোটের মুখে এই ছন্নছাড়া অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছে কংগ্রেস। দলের মধ্য থেকেই দাবি উঠছে, রাহুলকে সামনে রেখেই কংগ্রেস লোকসভা ভোটে যাক। এআইসিসি বৈঠকে সম্ভবত সেই দাবিতে সিলমোহর পড়তে চলেছে।
First Published: Monday, December 16, 2013, 19:10