Last Updated: March 23, 2014 12:59

রবিবার ভোট প্রচারে বেরিয়ে শ্লীলতাহানীর শিকার হলেন অভিনেত্রী তথা কংগ্রেস প্রার্থী নাগমা। আম জনতা নন, নাগমাকে শ্লীলতাহানিতে অভিযুক্ত হলেন তাঁর দলেরই বিধায়ক। উত্তরপ্রদেশের মেরঠ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নাগমা ভোট প্রচারে যান হাপুরে। সেখানে দলীয় কার্যলয় উদ্বোধন করার কথা ছিল তাঁর।
নাগমার সঙ্গে এই প্রচারে কংগ্রেসের দলীয় কর্মীদের সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক গজরাজ শর্মা। অভিযোগ, কংগ্রেস বিধায়ক গজরাজ নাগমার গায়ে হাত দেন। নাগমা বিরক্তি সহকারে বিধায়কের হাত সরিয়ে দেওয়ার পরেও একই কাজ করতে থাকেন গজরাজ। এরপর রাগ দেখিয়ে সভা ছেড়ে বেরিয়ে যান এই বলিউড অভিনেত্রী।
বেশ কিছু মহিলা সংগঠন এই ঘটনায় বিধায়কের ক্ষমাপ্রার্থনা দাবি করেছেন। বিধায়ক গজরাজ পুরো অভিযোগ অস্বীকার করেন।
First Published: Sunday, March 23, 2014, 15:13