Last Updated: April 8, 2013 18:31

দোসরা এপ্রিল মারা গেছেন সুদীপ্ত গুপ্ত। এসএফআইয়ের রাজ্য কমিটির নেতা ছিল তেইশ বছরের এই তরুণ। মৃত্যু ঘিরে এখনও উত্তাল রাজ্য রাজনীতি। সোমবার ধর্মতলায় কংগ্রেসের অবস্থান মঞ্চে সব নেতাদের গলায় সেই সুদীপ্ত।
দলীয় রাজনীতির উর্ধে উঠে রাজ্য সরকারের বিরুদ্ধে কংগ্রেসের অবস্থান মঞ্চে বারে বারেই উঠে আসল ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যু প্রসঙ্গ। দীপা দাশমুন্সি থেকে প্রদীপ ভট্টাচার্য, প্রত্যেকেই তীব্র ভাষায় নিন্দা করলেন সুদীপ্ত হত্যার ঘটনার। একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার পিছনে তৃণমূলের চক্রান্ত আছে বলেই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস নেতারা।
পঞ্চায়েত নির্বাচন না করার জন্য তৃণমূল কংগ্রেসের দিকেই আঙুল তুলেছেন কংগ্রেস নেতারা।
প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করেও রানি রাসমণি রোডে কংগ্রেসের অবস্থান বিক্ষোভে ছিল উপচে পড়া ভিড়।
First Published: Monday, April 8, 2013, 20:56