এইমস্ নিয়ে আন্দোলনের পথে কংগ্রেস, Congress on AIIMS

এইমস্ নিয়ে আন্দোলনের পথে কংগ্রেস

এইমস্ নিয়ে আন্দোলনের পথে কংগ্রেসএইমস্ নিয়ে এবার সরাসরি রাজ্য সরকার বিরোধী আন্দোলনের পথে নামছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাংসদ দীপা দাশমুন্সি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছেন, রায়গঞ্জ থেকে এইমস সরলে, গোটা উত্তরবঙ্গ স্তব্ধ করে দেবে কংগ্রেস। সেখানে কোনও প্রশাসনিক কাজকর্ম হতে দেওয়া হবে না। এইমস্ ইস্যুতে রাজ্য সরকারের দুই শরিক দল তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে ফাটল আরও গভীর হল। মুখ্যমন্ত্রী চান রায়গঞ্জের পরিবর্তে কল্যাণীতে এইমস গড়তে। শনিবার শিলিগুড়িতে সরকারের এই মনোভাবের কথা জানিয়েদিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। এমনিতে বেশ কয়েকদিন ধরে এইমস নিয়ে উত্তরবঙ্ জুড়ে আন্দোলন শুরু করেছিল কংগ্রেস। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে রবিবার পঞ্চায়েতীরাজ সম্মেলনের মঞ্চ থেকে  সরাসরি সংঘাতে নেমে পড়েন দীপা দাশমুন্সি। দীপা দাশমুন্সির হুমকি উত্তরদিনাজপুর  থেকে এইমস সরালে অচল করে দেওয়া হবে গোটা উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে কংগ্রেসকে ব্রাত্য করে রাখা হচ্ছে এমনও অভিযোগ কংগ্রেস সাংসদের। উত্তরবঙ্গ এখনও কংগ্রেসের শক্তিশালী ঘাটি। আর এই শক্তিশালী ঘাটিকে ধরে রাখতে এইমসকেই যে তারা আন্দোলনের হাতিয়ার করতে চায় তাও অনেকটাই স্পষ্ট।

First Published: Sunday, November 20, 2011, 19:47


comments powered by Disqus