আদবাণীকে খোঁচা মনীষের

আদবাণীকে খোঁচা মনীষের

 আদবাণীকে খোঁচা মনীষের বিজেপিকে খোঁচা কংগ্রেসের। ইস্যু প্রধানমন্ত্রী বিতর্ক। বিজেপির অন্দরে `গৃহ যুদ্ধ` চলছে, মত কংগ্রেসের। দলের প্রবীণ নেতা এল কে আদবাণী মোদীর সঙ্গে শিবরাজ সিং চৌহানের তুলনা করায় গুঞ্জন বিরোধী শিবিরেও। তুলনা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে।

এ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী মনীষ তিওয়ারি টুইট করেছেন, "আদবাণী জী খবর: চৌহান জী বনাম মোদী বনাম রাজনাথ জী বনাম সুষমা জী বনাম জেটলি জী বনাম গড়করি জী। আরএসএস বনাম বিজেপি জী।" তিওয়ারির মতে বিজেপিতে গৃহযুদ্ধের সংকেত মিলতে শুরু করেছে।

গতকাল, মধ্যপ্রদেশে এক জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে একেবারা প্রথমে রাখেন শিবরাজ সিং চৌহানকে। নাম করে আদবানী বলেন, গুজরাতের উন্নয়নে নরেন্দ্র মোদী কাজ করেছেন ঠিকই, ২০০৫ এ চৌহান ক্ষমতায় আসার পর থেকে মধ্যপ্রদেশের দারিদ্র দূরিকরনে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। সয়ং লালকৃষ্ণ আদবানীর এই মন্তব্যে গুঞ্জন শুরু হয় রাজনৈতিক মহলে।

First Published: Sunday, June 2, 2013, 21:14


comments powered by Disqus