Last Updated: June 23, 2013 20:59

দুই তৃণমূল সাংসদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি চলল মুচিপাড়ার হুজুরি পাড়া লেনে। গুলি চলল স্থানীয় তৃণমূল নেতা সজল ঘোষকে লক্ষ্য করে। সজল ঘোষ প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ঘোষের ছেলে।
সজল ঘোষের অভিযোগ, এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করাতেই দুষ্কৃতীরা তাঁকে আক্রমণ করেছে। হামলাকারীরা সকলেই তৃণমূল কংগ্রেস সমর্থক বলে অভিযোগ করেছেন প্রদীপ ঘোষ। মুচিপাড়া থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূল নেতা মানস সরকারের অভিযোগ, নিজের পিস্তল থেকে গুলি চালিয়ে এলাকায় অশান্তির সৃষ্টি করতে চাইছেন সজল ঘোষ। সজল ঘোষের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের হয়েছে।
First Published: Sunday, June 23, 2013, 20:59