Last Updated: September 2, 2012 11:46

অস্ত্রোপচারের একবছর পর ফের বিদেশ গেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সপ্তাহখান পর তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী।
গতবছর অগাস্ট মাসে অস্ত্রোপচারের পর এই বছর ফেব্রুয়ারি মাসেও চিকিত্সার জন্য বিদেশ গিয়েছিলেন সোনিয়া গান্ধী। তবে কোন অসুখে তিনি ভুগছেন তা নিয়ে দলের তরফে কিছু জানানো হয়নি। তাঁর অসুস্থতা নিয়ে মুখ খোলেননি জনার্দন দ্বিবেদীও।
First Published: Sunday, September 2, 2012, 11:46