Last Updated: February 13, 2013 14:49

কংগ্রেস কর্মীদের বিক্ষোভে লাঠি চালাল পুলিস। গার্ডেনরিচ কাণ্ডে কংগ্রেস কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আজ ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে বিক্ষোভ শুরু করে কংগ্রেস। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ঘোষ। ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিসের সঙ্গে কংগ্রেস কর্মীদের বচসা বাধে । বচসা থেকে শুরু হয় হাতাহাতি। এরপরেই লাঠিচার্জ করে পুলিস।
এদিকে রাজারহাটে চিনার পার্কে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতির সামল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিস বাহিনী।
First Published: Wednesday, February 13, 2013, 14:49