Last Updated: March 21, 2014 21:04

আজ পঞ্চম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। আর তাতেই জায়গা করে নিল রাজ্যের ২১জন প্রার্থী। এর আগে রাজ্যের ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল হাইকমান্ড। তৃণমূল এবং বামেরা ৪২ আসনেই প্রার্থী ঘোষণা করে দেওয়ায় রাজ্যের মাটিতে চাপ বাড়ছিল। আর সেই চাপের মুখেই ঘোষণা হল ২১ জনের নাম।
উল্লেখযোগ্যভাবে যাঁরা ভোটে দাঁড়াতে রাজি ছিলেন না, সেরকম অনেকের নামই আজ ঘোষণা হয়েছে। যেমন শ্রীরামপুর থেকে লড়বেন আবদুল মান্নান। ঘাটালে প্রার্থী করা হয়েছে মানস ভুঁইঞাকে। প্রাথমিকভাবে এরা কেউই ভোটে দাঁড়াতে রাজি ছিলেন না। তবে, প্রার্থী হতে অনিচ্ছুক প্রদীপ ভট্টাচার্যের নাম এবারও জায়গা করে নেয়নি তালিকায়। বালুরঘাট কেন্দ্রেও যাবতীয় জল্পনায় ইতি টেনে প্রার্থী করা হয়েছে ওমপ্রকাশ মিশ্রকে। যাদবপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন চিত্রশিল্পী সমীর আইচ। কলকাতা দক্ষিণে লড়বেন মালা রায়।
First Published: Friday, March 21, 2014, 21:04