Congress seeking BJP`s help to clear Telangana Bill?

তেলেঙ্গানা বিল পাসে বিজেপির সমর্থন চাইল কংগ্রেস

তেলেঙ্গানা বিল পাস করাতে বিরোধী দল ভারতীয় জনতা পার্টির সমর্থন চাইল কংগ্রেস। ১২ ফেব্রুয়ারি সংসদে পাস করার পরীক্ষা পৃথক রাজ্যের বিলটি। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তেলেঙ্গানা বিলে সবুজ সঙ্কেত দেওয়া হয়। বিজেপি নেতা বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতারা। দিগ্বিজয় সিং ও আহমেদ প্যাটেল অন্ধ্র বিভেদকারী বিলটির সমর্থন জোটাতে বিজেপির সাহায্য চেয়েছে।

সংসদে তেলেঙ্গানা বিল পেশে স্থগিতাদেশ নয়। গতকাল এমনটাই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তেলেঙ্গানা বিল পেশ হওয়া আটকাতে শীর্ষ আদালতে বেশকয়েকটি আবেদন জমা পড়েছিল। সেইসব আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয় তেলেঙ্গানা ইস্যুতে কেন্দ্রকে কোনও নির্দেশই দেবে না আদালত।

এরমধ্যে একেবারেই হস্তক্ষেপ করতে চায় না দেশের সর্বোচ্চ আদালত। এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা কেন্দ্রকেই নিতে হবে। গতকালও তেলেঙ্গানা ইস্যু নিয়ে মন্ত্রীসভার বৈঠক হয়। সেখানে অন্ধ্রপ্রদেশের বিভাজন নিয়ে বিবিধ মত উঠে আসে। সীমান্ধ্রের কেন্দ্রীয় মন্ত্রীরা হায়দরাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার দাবি তোলেন। তার সঙ্গেই অন্ধ্রপ্রদেশকে তেলেঙ্গানা ও অবশিষ্ট অন্ধ্রপ্রদেশে ভাগ করতে বলেন তাঁরা। যদিও তেলেঙ্গানাপন্থীরা এই প্রস্তাবের ঘোর বিরোধিতা করেন।

First Published: Saturday, February 8, 2014, 18:00


comments powered by Disqus