Last Updated: January 25, 2013 11:55

গেরুয়া সন্ত্রাস বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের পাশেই দাঁড়াল কংগ্রেস। সুশীলকমার শিন্ডের মন্তব্য বিকৃত করা হয়েছে বলেই কংগ্রেসের অভিযোগ। শুধু তাই নয়, বিজেপিকে পাল্টা দুষে কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেছেন, দলীয় কোন্দল থেকে মানুষের নজর সরাতেই অযথা বিতর্ক তৈরি করছে দেশের প্রধান বিরোধী দল।
গতকালই গেরুয়া সন্ত্রাস নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে সংসদ অচল করার হুমকি দিয়েছে বিজেপি। কংগ্রেসের আক্রমণের মুখেও নিজেদের অবস্থানে অনড় সুষমা স্বরাজরা। সুশীল কুমার শিন্ডের বিতর্কিত মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে বিজেপি। ক্ষমা না চাইলে সংসদের ভিতরে ও বাইরে বিরোধিতার সুর চড়ানোর হুশিয়ারিও দিয়েছে দেশের প্রধান বিরোধী দল।
First Published: Friday, January 25, 2013, 11:55