কংগ্রেস কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কংগ্রেস কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কংগ্রেস কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেকংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস কর্মীদের অভিযোগ, যাদবপুরের গড়ফার মণ্ডলপাড়া এলাকায় কংগ্রেস কার্যালয় দীর্ঘদিন ধরেই তৃণমূল দখল করতে চাইছে বলে । এই নিয়ে আগেও বেশ কয়েকবার কংগ্রেস কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বাধে।

শনিবার রাতে যাদবপুরে মুখ্যমন্ত্রীর মিছিল সেরে ফেরার পথে কংগ্রেসের পতাকা পোড়ায় তৃণমূল কর্মীরা। এরপরই দু-পক্ষের মধ্যে বচসা শুরু হয়। কংগ্রেস কর্মীদের বাঁশ দিয়ে বেধড়ক মারধর শুরু করে তৃণমূল কর্মীরা। আহত হন অভিষেক মণ্ডল নামে এক কংগ্রেস কর্মী। আহত কংগ্রেস কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়ার অপরাধে রাজু চক্রবর্তী নামে এক কংগ্রেস কর্মীকেও বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, ঘটনায় আহত হন কংগ্রেসের এক মহিলা কর্মীও।

গোটা ঘটনায় পুলিসি নিষ্কৃয়তার অভিযোগ তুলে কংগ্রেস সমর্থকরা জানিয়েছেন, ঘটনার অভিযোগ গড়ফা থানায় জানাতে গেলে উল্টে কংগ্রেসেরই ব্লক সভাপতিকে আটক করে পুলিস। এবং পুলিসের সামনেই তৃণমূল কর্মীরা মারধর করতে থাকে বলেও অভিযোগ করেছেন কংগ্রেস সমর্থকরা।


 

First Published: Sunday, March 4, 2012, 09:34


comments powered by Disqus