Last Updated: May 8, 2013 17:16

কর্নাটকের জয়ে উজ্জীবিত প্রদেশ কংগ্রেস এবার সুর চড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কংগ্রেসের বিকল্প হিসেবে যে `তৃতীয় ফ্রন্ট` গড়ার প্রয়াস তৃণমূল কংগ্রেস নেত্রী শুরু করেছিলেন, তা নিয়ে কটাক্ষ করেছেন মানস ভুঁইঞা।
তাঁর দাবি, হাওড়ার উপনির্বাচনে কংগ্রেস পাশে না থাকায় তৃণমূল কংগ্রেস জোটের মাহাত্ম্য বুঝতে পারবে। কর্নাটকে জয়ের খবর আসার পর এদিন প্রদেশ কংগ্রেস দফতরে চলে আবির খেলা। কার্যত উত্সবে মেতে ওঠেন দলের কর্মী-সমর্থকরা। কংগ্রেস নেতাদের দাবি, এ রাজ্যে এবার `পরিবর্তনের পরিবর্তন` আনতে হবে।
First Published: Wednesday, May 8, 2013, 17:16