Last Updated: September 12, 2012 14:39

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে বাদ দিয়ে একাই লড়বে কংগ্রেস। বুধবার নজরুল মঞ্চে পঞ্চায়েতি রাজ সম্মেলনে পরিষ্কার এ কথা জানিয়ে দিল কংগ্রেস। রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মেও তারা ক্ষুব্ধ বলে আন্দোলনে যাওয়ার হুমকিও দিল তারা। মৌসম নূরের ডাকা এই পঞ্চায়েতি রাজ সম্মেলনে তৃণমূলের বিরুদ্ধে আগাগোড়াই কংগ্রেস নেতারা ছিল আক্রমণাত্মক।
রাজনৈতিক মহলের মতে, দিল্লির কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর কংগ্রেস এখন পুরোপুরি আক্রমণের পথেই। আজ যুব কংগ্রেসের ডাকে এই পঞ্চায়েতি রাজ সম্মেলনে প্রায় সব কংগ্রেস নেতাই মেনে নেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাদের একাই লড়া উচিত।
First Published: Wednesday, September 12, 2012, 14:39