congress worker

২৭ দিনের মাথায় মুখের সেলাই কেটে অনশন ভাঙলেন কংগ্রেস কর্মী

২৭ দিন পর নিজের মুখে সেলাই কেটে অনশন ভাঙলেন এক কংগ্রেস কর্মী। ঘটনা আলিপুরদুয়ারের ইট খোলা এলাকার। রাস্তা সারাই, দ্রব্যমূল বৃদ্ধির প্রতিবাদ সহ কয়েক দফা দাবিতে ফেব্রুয়ারির ছয় তারিখ থেকে অনশন শুরু করেন পেশায় ভ্যান চালক জয়ন্ত কুমার ভুঁইঞ্যা। জোর কেরে যাতে কেউ খাওয়ার খাওয়াতে না পারে তাই নিজের মুখ সেলাই করে নেন তিনি।

অবশেষে জেলা নেতাদের কাছ থেকে আশ্বাস পেয়ে সাতাশ দিন পর অনশন তোলার সিদ্ধান্ত নেন ওই কংগ্রেস কর্মী। সেই মত শনিবার আলিপুরদুয়ার সদর হাসাপাতালে নিয়ে গিয়ে মুখের সেলাই কাটা হয় জয়ন্ত কুমার ভুঁইঞ্যার।

First Published: Sunday, March 2, 2014, 13:31


comments powered by Disqus