বৈঠকে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি

বৈঠকে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি

বৈঠকে কংগ্রেসের ওয়ার্কিং কমিটিউত্তরপ্রদেশ ও পঞ্জাবে কংগ্রেসের ভরাডুবির পর সামনে এখন ১১ টি রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনই একপ্রকার নির্ধারিত করবে ২০১৪ লোকসভা নির্বাচনে দলের ভূমিকা। ১১টি রাজ্যের নির্বাচনে কংগ্রেসের রণকৌশল স্থির করতে আজ বৈঠকে বসছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।

এগরোটি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে কোনও অদল বদল আনা হবে কি না, সংগঠনের ভূমিকা কী হবে, ইত্যাদি নিয়েই এই বৈঠকে আলোচনা হওয়ার কথা। বৈঠকে থাকবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ অন্যান্য মন্ত্রীরাও। কংগ্রেসের রণকৌশন নীতি নির্ধারণ ছাড়াও নিত্যপ্রয়োজনীয় জিনিসের অগ্মিমূল্যে লাগাম দিয়ে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়া যায় কিনা সেবিষয়েও আলোচনা হতে পারে বলে অনুমান। উঠতে পারে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গও।     





First Published: Monday, June 4, 2012, 11:34


comments powered by Disqus