Last Updated: November 8, 2011 09:00

মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য তাঁর ব্যক্তিগত চিকিত্সক কনরাড মুরে-কে দোষী সাব্যস্ত করল আদালত। পপস্টারের মৃত্যুর জন্য অনিচ্ছাকৃতভাবে হলেও তাঁর গাফিলতিই দায়ী বলে লস এঞ্জেলসের আদালত রায় দিয়েছে। শাস্তি ঘোষণার দিন ঠিক হয়েছে উনতিরিশে নভেম্বর। ততদিন পর্যন্ত কনরাড মুরেকে হাজতেই থাকতে হবে। তাঁর সর্বাধিক চার বছর হাজতবাস হতে পারে। তিনি খোয়াতে পারেন চিকিত্সার লাইসেন্স। আদালতের রায়কে স্বাগত জানিয়েছে জ্যাকসনের পরিবার। রায় ঘোষণার পর আদালত কক্ষের বাইরে জ্যাকসনের ভক্তদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। দুহাজার দুইয়ের পঁচিশে জুন অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খাওয়ার ফলে মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়। প্রোপোফল নামে ওই চেতনাশক ওষুধটি ব্যক্তিগত চিকিত্সক কনরাড মুরে তাঁকে দিয়েছিলেন। যদিও, মুরের আইনজীবীরা দাবি করেছেন, জ্যাকসন স্বেচ্ছায় অতিরিক্ত মাত্রায় ওই ওষুধটি নিয়েছিলেন।
First Published: Tuesday, November 8, 2011, 09:00