সাতটি দৃশ্যের শব্দ বাদ, মিটল বিশ্বরূপম বিতর্ক

সাতটি দৃশ্যের শব্দ বাদ, মিটল বিশ্বরূপম বিতর্ক

সাতটি দৃশ্যের শব্দ বাদ, মিটল বিশ্বরূপম বিতর্কঅবশেষে কাটল বিশ্বরূপম জট। বিতর্কিত অংশ বাদ দিয়ে তামিলনাড়ুতে মুক্তি পাচ্ছে ছবি বিশ্বরূপম। শনিবার চেন্নাইয়ে সরকারি আধিকারিক ও মুসলিম সংগঠনের শীর্ষনেতাদের  সঙ্গে বৈঠকে বসেন  ছবির পরিচালক-অভিনেতা কমল  হাসান। শেষপপর্যন্ত ছবির বিতর্কিত কিছু অংশ বাদ দিতে সম্মত হন তিনি। তবে কমল হাসানের নিজের বক্তব্য, ছবির দৃশ্য নয়, শুধুমাত্র কয়েকটি সাউন্ড ক্লিপ বাদ দিতে রাজি হয়েছেন তিনি। 

বিশ্বরূপমের মুক্তি নিয়ে আপাতত জট কাটল। সূত্রের খবর অনুযায়ী, ছবির মোট সাতটি দৃশ্যের শব্দ বাদ দিতে রাজি হয়েছেন পরিচালক কমল হাসান। শনিবার চেন্নাইয়ে সরকারি আধিকারিক ও মুসলিম সংগঠনের শীর্ষনেতাদের  সঙ্গে বৈঠকে বসেন  ছবির পরিচালক। পাঁচঘন্টার বৈঠকে ছবির বিতর্কিত অংশ নিয়ে আলোচনা হয়। শেষপপর্যন্ত ছবির বিতর্কিত কিছু অংশ বাদ দিতে সম্মত হন কমল হাসান। বৈঠক শেষে মুসলিম সংগঠনের নেতাদের সঙ্গে পরিচালক একটি চুক্তিও সই করেছেন বলে খবর। যদিও, কমল হাসানের দাবি ছবির দৃশ্য নয়, শুধুমাত্র কয়েকটি সাউন্ড ক্লিপ বাদ দিতে রাজি হয়েছেন তিনি। 

ছবি-মুক্তির জট কাটাতে শুক্রবারও মুসলিম সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কমল হাসানের ভাই ও ছবির প্রযোজক চন্দ্র হাসান। কিন্ত, কমল হাসানের উপস্থিতির দাবি জানিয়ে সেই বৈঠক বাতিল করেন মুসলিম সংগঠনের নেতারা। তারপরই ওই নেতাদের সঙ্গে বৈঠক করেন কমল হাসান নিজে। সেই বৈঠকের পরই, জট কাটে।
 








First Published: Sunday, February 3, 2013, 09:36


comments powered by Disqus