Last Updated: October 25, 2012 21:13

ইস্টবেঙ্গলের প্রথম একাদশে ঢোকা নিয়ে এখন ফুটবলারদের মধ্যে লড়াই তীব্র। কেউ কাউকে এতটুকু জমি ছাড়তে নারাজ। বৃহস্পতিবারই যেমন বল দখলের লড়াইকে কেন্দ্র করে অনুশীলনের মধ্যেই উত্তেজিত হয়ে পড়েন মেহতাব হোসেন ও হরমোনজিত সিং খাবরা। পরে অবশ্য দুজনেই ভুল বুঝতে পেরে ব্যাপারটি মিটমাট করে নেন। তবে শৃঙ্খলাভঙ্গের জন্য দুজনকেই জরিমানা করেছেন কোচ ট্রেভর মরগ্যান।
চতুর্থ বিদেশি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারল না ইস্টবেঙ্গল। কোচ মরগ্যানের পছন্দের তালিকায় ছিলেন অস্ট্রেলিয়ার এক ফুটবলার। তিনি সিঙ্গাপুর লিগে খেলেন। তবে তাঁর চোট থাকায় শেষ পর্যন্ত তাঁকে বাতিল করে দেন মরগ্যান। কর্তারা অবশ্য চতুর্থ বিদেশি খোঁজার কাজটা পুরোপুরি কোচের উপরই ছেড়ে দিয়েছেন।
পুণে এফসি-র বিরুদ্ধে আই লিগের ম্যাচে পুরো ফিট টিম পাচ্ছেন কোচ মরগ্যান। লাল হলুদ কোচ জানিয়েছেন চোট কাটিয়ে রবিন সিংও ফেরায় দলের শক্তি অনেকটাই বেড়েছে। তাই পুণের বিরুদ্ধে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
ইস্টবেঙ্গলের ফুটবলার মেহতাব হোসেনের মতে পুজোর মধ্যে অনুশীলন বন্ধ থাকায় টানা ম্যাচ খেলার ক্লান্তি অনেকটাই কেটে গেছে। এর ফলে শরীর ও মনের দিক থেকে বেশ তরতাজা হয়ে তাঁরা পুণের বিরুদ্ধে নামতে পারবেন।
First Published: Thursday, October 25, 2012, 21:13