এবার জ্যোতি বসুর জন্মদিন ঘিরে বিতর্কে রাজ্য

এবার জ্যোতি বসুর জন্মদিন ঘিরে বিতর্কে রাজ্য

এবার জ্যোতি বসুর জন্মদিন ঘিরে বিতর্কে রাজ্যবিশিষ্ট ব্যক্তিদের জন্মদিন পালন নিয়ে বিতর্ক পিছু ছাড়ল না সরকারের। স্বামী বিবেকানন্দ ও বিধানচন্দ্র রায়ের পর এবার নির্দিষ্ট দিনের আগেই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন পালন করা হল বিধানসভায়। ৮  জুলাই জ্যোতি বসুর জন্মদিন রবিবার পড়ায় আজই বিধানসভায় জ্যোতি বসুর জন্মদিন পালন করে সরকার। নির্দিষ্ট দিনে জন্মদিন পালন না করায় অনুষ্ঠানে যোগ দেননি বিরোধী বাম বিধায়কেরা। অসিত মাল ছাড়া আর কোনও কংগ্রেস বিধায়কও অনুষ্ঠানে যাননি। আজ বিধানসভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার গুরূত্বপূর্ণ সদস্য ও তৃণমূল বিধায়কেরা। কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন বীরভূমের বিধায়ক অসিত মাল। বামেরা অনুষ্ঠানে যোগ না দিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বিরোধীরা জানিয়েছেন আগামী রবিবার ৮ জুলাই জ্যোতি বসুর জন্মদিন বিধানসভায় পালন করবেন তাঁরা।






First Published: Friday, July 6, 2012, 13:52


comments powered by Disqus