হিরোইন-এর পোস্টার ঘিরে বিতর্কের ঝড়

'হিরোইন'-এর পোস্টার ঘিরে বিতর্কের ঝড়

'হিরোইন'-এর পোস্টার ঘিরে বিতর্কের ঝড়পোস্টার টোকার অভিযোগ উঠল মধুর ভান্ডারকরের বিরুদ্ধে। হিরোইন ছবির পোস্টার ইন্টারনেটে প্রকাশিত হওয়ার পরই যে আলোড়ন উঠেছিল, কয়েক ঘণ্টা পরই তা দমে গেল বিতর্কের ঝড়ে।

পোস্টারের মধ্যে ফুটে উঠেছে হিরোইনের রূপ। সোনালি পোশাকে ফিল্ম ম্যাগাজিনে পরিবেষ্টিত বেবো। সঙ্গে ওয়াইন এর খালি গ্লাস। আর সেই পোস্টারের সঙ্গে নাকি ধনবন্ত সাংভির বই `দা লস্ট ফ্লামিঙ্গোস অফ বোম্বে`এর প্রচ্ছদের সঙ্গে। শুধু তাই নয়, মারিয়া ক্যারের অ্যালবাম ` দা এমান্সিপেশন অফ মিমি`র জন্য ব্যবহৃত প্রমোশনাল ছবির সঙ্গেও মিল খুঁজে পেয়েছেন অনেকে।

শুরু থেকেই খুব একটা মসৃণ ছিল না মধুরের `হিরোইন`-এর যাত্রাপথ। ছবির জন্য মধুরের প্রথম পছন্দ ছিল করিনা। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তখন সরে দাঁড়ান বেবো। অগত্যা মধুর বাধ্য হন তাঁর দ্বিতীয় পছন্দ ঐশ্বর্যর দিকে ঝুঁকতে। বচ্চন বহুকে নিয়ে কান ফিল্ম ফেস্টিভ্যালে ছবির প্রোমোশনও করেন মধুর। এরপর দেশে ফিরেই আচমকা শোনা যায় মা হতে চলেছেন বচ্চন বহু। সারা দেশ সেই খবরে বিগলিত হলেও মুখ পোড়ে `চাঁদনি বার`-এর পরিচালকের। শেষপর্যন্ত আবার করিনাকেই রাজি করান মধুর। তারপর থেকে মোটামুটি ঠিকাঠাকই এগেচ্ছিল `হিরোইন`-এর কাজ। বিপত্তি দেখা দিল ছবির পোস্টার রিলিজের পরই।

সত্যিই কি পোস্টার টুকেছেন মধুর, নাকি উল্লিখীত ছবিগুলি থেকে শুধুমাত্র অনুপ্রাণিত হয়েই বানিয়েছেন তাঁর নতুন ছবির পোস্টার সেই বিষয়ে এখনও মুখ খোলেননি মধুর। তবে বরাবরই মৌলিক ছবি উপহার দেওয়া মধুরের থেকে দর্শক মৌলিক কিছুর আশাতেই রয়েছে এইবারও।





First Published: Thursday, July 26, 2012, 15:11


comments powered by Disqus