Last Updated: September 17, 2013 12:15

এক্কেবারে অসাধ্য সাধন। প্রায় ১৪ ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত ডাঙায় উঠল প্রমোদতরী কোস্টা কনকরডিয়া। স্বস্তি পেল ইতালি প্রশাসন। আর জয়ের পতাকা উড়ল অত্যাধুনিক পারবাকলিং প্রযুক্তির। ডুবে যাওয়া` দৈত্যজাহাজ` ডাঙায় উঠতেই টুসকান দ্বীপজুড়ে শুরু হয়ে গেল উত্সব।
ইতালির গিগিলিও দ্বীপের কাছে টুসকান উপকূলে ডুবে গিয়েছিল জাহাজটি। লম্বায় প্রায় তিনটে ফুটবল মাঠের সমান এই জাহাজ। ডুবে যাওয়ার পর আশপাশের শিলায় বাঁধা পড়ে গিয়েছিল জাহাজটি। ফলে উদ্ধার কাজে অসুবিধা হচ্ছিল। চেন বেঁধে, কপিকল লাগিয়ে অনেকদিন আগেই উদ্ধারের কাজ শুরু হলেও এক চুলও নড়ানো যায়নি কোস্টা কনকরডিয়াকে। উল্টে জলের তলায় পাথরের ধাক্কা খেয়ে আরও ডুবতে থাকে জাহাজটি।
ডুবে থাকা জাহাজের নীচে একটি পাটাতন বসান ইঞ্জিনিয়ররা। আর জাহাজের যে অংশটা ভেসে রয়েছে, সেখানে ফাঁপা ধাতব বাক্স লাগিয়ে দেন। ধাতব বাক্সগুলিকে জল ভরার কাজে লাগিয়ে চেন টানতে থাকলে নড়াচড়া শুরু করে জাহাজটি।
২০১২ সালের ১৩ জানুয়ারি ৪০০০জন আরোহীকে নিয়ে জাহাজটি গিগলিও দ্বীপের নিকটবর্তী সমুদ্রে একটি বালির স্তূপে আঘাত পেয়ে তা উল্টে যায়। জাহাজডুবিতে মৃত্যু হয়েছিল ৩২ জনের।
First Published: Tuesday, September 17, 2013, 12:15