শিলাদিত্য কি মাওবাদী, বিচারপতির তীক্ষ্ম প্রশ্নের মুখে রাজ্য সরকার

শিলাদিত্য কি মাওবাদী, বিচারপতির তীক্ষ্ম প্রশ্নের মুখে রাজ্য সরকার

শিলাদিত্য কি মাওবাদী, বিচারপতির তীক্ষ্ম প্রশ্নের মুখে রাজ্য সরকারশিলাদিত্য চৌধুরী ক্ষতিপূরণ মামলায় হাই কোর্টের তীক্ষ্ণ প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। বেলপাহাড়ির জনসভায় শিলাদিত্যকে দেখেই মাওবাদী বলে চিনতে পেরেছেন বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। তত্ক্ষণাত্‍ তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। তারপরে মানবাধিকার কমিশন ঘুরে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও।

সরকারী আইনজীবীকে বিচারপতি একের পর এক প্রশ্ন করে বলেন
শিলাদিত্য চৌধুরী কি মাওবাদী ?
শিলাদিত্যকে দেখে কি মাওবাদী মনে হয় ?


২০১২ সালের ৮ অগাস্ট। বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর জনসভায় সারের দাম নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিনপুরের দিনমজুর শিলাদিত্য চৌধুরী। তাতেই জুটেছিল মাওবাদী তকমা।


সেদিন জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিলেও দু দিন পরে শিলাদিত্যকে গ্রেফতার করে পুলিস। দিন আনি দিন খাই পরিবারের একমাত্র রোজগেরে শিলাদিত্যকে মামলা চালিয়ে যেতে হচ্ছে। বিচার চেয়ে মানবাধিকার কমিশনে যান শিলাদিত্য। তাঁকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় কমিশন। কিন্তু সে নির্দেশ কানেও তোলেনি সরকার। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন শিলাদিত্য চৌধুরী। সেই মামলার শুনানিতেই মঙ্গলবার হাইকোর্টে বিচারপতির একের পর এক তীক্ষ্ণ প্রশ্নের মুখে পড়তে হল সরকার পক্ষকে।
বিচারপতি জানতে চান,

সরকার কেন মানবাধিকার কমিশনের নির্দেশ মেনে শিলাদিত্যকে ক্ষতিপূরণ দেয়নি?

সরকারি আইনজীবী বোঝানোর চেষ্টা করেন, নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়ায় শিলাদিত্যর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেছিল পুলিস।

তা শুনে বিচারপতি বলেন,
শিলাদিত্যর কাছে তো আগ্নেয়াস্ত্র কিছু পাওয়া যায়নি।

নিরাপত্তা বেষ্টনী ভাঙলেই কি কেউ মাওবাদী হয়ে যায় ?

মূল্যবৃদ্ধির জন্য ক্ষোভে মানুষ প্রতিবাদ করলেই তিনি উগ্রপন্থী?

শিলাদিত্যকে দেখে মাওবাদী মনে হয় ?

এরপরেই সরকারি আইনজীবী বলেন, সময়সীমা বাড়িয়ে মানবাধিকার কমিশন ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারির মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু সরকারি আইনজীবী সেই নির্দেশিকা দেখাতে পারেননি। বুধবার সেই নির্দেশিকা দেখানোর অনুমতি পান সরকারি আইনজীবী।

First Published: Tuesday, December 17, 2013, 18:58


comments powered by Disqus