Last Updated: September 18, 2013 12:22

জি মিডিয়ার বিরুদ্ধে সাংসদ নবীন জিন্দলের কোম্পানির দায়ের করা মামলায় পুলিসি চার্জশিট নিয়ে প্রশ্ন তুলল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। চার্জশিটটি গ্রহণ করেনি আদালত। আদালত জানিয়ে দিয়েছে কোনও ব্যক্তির বিরুদ্ধেই একইসঙ্গে প্রতারণা ও অবৈধ টাকা আদায়ের অভিযোগ আনা যায় না। কারণ দুটি ধারা সম্পূর্ণ আলাদা।
আদালতের মতে এই মামলায় প্রতারণার অভিযোগ বৈধ নয়। কারণ পুলিসি তদন্তে এমন কোনও অভিযোগ সামনে আসেনি। তদন্তে কিছু ফাঁক রয়ে গেছে বলেই মনে করছে আদালত। এই কারণে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার কোনও অফিসারকে দিয়ে ফের মামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
First Published: Wednesday, September 18, 2013, 12:22