বিচারপতির `গুণ্ডামি` মন্তব্যে চটেছেন মন্ত্রীরা

বিচারপতির `গুণ্ডামি` মন্তব্যে চটেছেন মন্ত্রীরা

বিচারপতির `গুণ্ডামি` মন্তব্যে চটেছেন মন্ত্রীরা রাস্তা আটকে পুজো করে কার্যত গুন্ডামি করেন মন্ত্রীরা। তাতে ইন্ধন দেয় রাজ্য সরকার। গতকাল মন্তব্যটা করেছিলেন হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তাতে বেজায় ক্ষুব্ধ পুজোর সঙ্গে যুক্ত মন্ত্রী-বিধায়করা।

কলকাতার বেশ কিছু পুজোর সঙ্গে যুক্ত রাজ্যের বেশ কিছু হেভিওয়েট মন্ত্রী। তাঁদের অনেকের নামেই পুজোর পরিচিতি। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় একটি মামলার শুনানির সময় মন্তব্য করেন,  রাস্তা আটকে পুজো করে কার্যত গুণ্ডামি করেন বেশ কিছু মন্ত্রী। রাজ্য সরকার তাতে ইন্ধন দেয়।বিচারপতির এই মন্তব্যকে অবশ্য আমল দিতে নারাজ শাসকদলের নেতা-মন্ত্রীরা। পঞ্চায়েত মন্ত্রীর প্রশ্ন, নিয়ম না মানলে কি পুলিস, পুরসভা, দমকলের অনুমতি মিলত? এই ইস্যুতে শাসক দলের নেতা-মন্ত্রীরা পাচ্ছেন সাধারণ মানুষের সমর্থন।

কেন্দ্রীয় মন্ত্রী, কংগ্রেস নেতা অধীর চৌধুরীও তাঁদের পাশে। ২০০৪ সালে আদালতের নির্দেশ ছিল রাস্তার ৫০ শতাংশ দখল করে পুজো করা চলবে না। চারপাশে অন্তত ৪ ফুট ছেড়ে প্যান্ডেল করতে হবে। মণ্ডপের উচ্চতা ৪০ ফুটের বেশি হবে না। প্রতিমার সর্বোচ্চ উচ্চতা হবে ১৪ ফুট। মণ্ডপের দুশো ফুটের মধ্যে আগুন জ্বালা যাবে না। ওই নির্দেশ মেনেই পুজোর অনুমতি দেয় কলকাতা পুলিস, পুরসভা, দমকল। পুজোয় যুক্ত নেতা-মন্ত্রীদের মতে, সেই অনুমতি নিয়েই তাঁরা পুজো করেন। ফলে গুন্ডামির কথাই আসে না। 
 

First Published: Wednesday, September 18, 2013, 23:52


comments powered by Disqus