গার্ডেনরিচ কাণ্ডে পুলিস হেফাজত ইবনে, সুভানের

গার্ডেনরিচ কাণ্ডে পুলিস হেফাজত ইবনে, সুভানের

গার্ডেনরিচ কাণ্ডে পুলিস হেফাজত ইবনে, সুভানেরগার্ডেনরিচ কাণ্ডে মূল অভিযুক্ত ইবনে সাউদ এবং তার ভাইপো শেষ সুভানকে পুলিস হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আজ ধৃতদের আলিপুর কোর্টে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হয়।

গতকাল ছাত্র সংঘর্ষের মাঝে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছিল স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর তাপস চৌধুরীর।

এই ঘটনায় অভিযুক্ত ইবনে এবং সুভানের বিরুদ্ধে খুন, সংঘর্ষ, এবং অস্ত্র আইনে অভিযোগ আনা আজ ঘটনায় ধৃত ১২ জন অভিযুক্তকে আনা হয় আলিপুর আদালতে। ঘটনায় মূল অভিযুক্ত ইবনে সাউদ ও তার ভাইপো শেখ সুভানের বিরুদ্ধে খুন, আগ্নেয়াস্ত্র রাখা এবং সংঘর্ষের অভিযোগ আনা হয়েছে। তাদের আজ লালবাজার থেকে আলিপুর কোর্টে আনা হয়েছে।

ধৃত বাকি দশজনের বিরুদ্ধে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র রাখা, বিস্ফোরক ব্যবহারের অভিযোগ রয়েছে।

First Published: Wednesday, February 13, 2013, 16:30


comments powered by Disqus