Last Updated: May 6, 2012 12:11

চলে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং সিপিআই নেতা নন্দগোপাল ভট্টাচার্য। বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। রবিবার সকালে বাইপাস লাগোয়া একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বামফ্রন্ট সরকারের জলসম্পদ উন্নয়নমন্ত্রী ছিলেন নন্দগোপাল ভট্টাচার্য। রবিবার পিস হাভেনে রাখা থাকবে নন্দগোপাল ভট্টাচার্যের মরদেহ। সোমবার তাঁর দেহ বিরাটির বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আনা হবে দলীয় কার্যালয়ে। প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বেলা ১১টা থেকে ৩টে পর্যন্ত দেহ রাখা থাকবে সিপিআই-এর দলীয় কার্যালয়ে। এদিনই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে এই প্রবীণ নেতার।
First Published: Sunday, May 6, 2012, 12:29