CPIM Attack

প্রচারে আক্রান্ত সিপিআইএম নেতা

Tag:  CPIMAttacked Trinamool
প্রচারের সময়ে আক্রান্ত হলেন এক সিপিআইএম নেতা। হুগলির খানাকুলের কৃষ্ণনগরের ঘটনা। আক্রান্ত নেতার নাম অশোক দলুই। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আজ সকালে খানাকুল এলাকায় পতাকা লাগাচ্ছিলেন অশোক বাবু।

অভিযোগ সে সময়ে কয়েকজন দুষ্কৃতী অশোকবাবুকে মারধর করে। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

CPIM, Election,

First Published: Tuesday, April 15, 2014, 19:58


comments powered by Disqus